কালের খবরঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের অপসাশনের বিরুদ্ধে সংগ্রাম করেছে সেটা বিশ্বের ইতিহাসে বিরল। আজকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। খুব সংখ্যক সরকার আছে যারা এত কম সময়ে মাত্র ১৫ বছরের মধ্যে যে পরিমাণ উন্নয়ন করেছে যা বিরল। জাতি সংঘসহ বিশ্বের বড় বড় দেশগুলি বলেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। বারাক ওবামা অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট তার নিজের পিতার দেশ কেনিয়ায় গিয়ে বলেছিলো তোমরা বাংলাদেশকে দেখো তারা কিভাবে উন্নয়ন করেছে। সুতারং বাংলাদেশ বিশ্বের কাছে একটি উদাহরণ। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে আপনারা সেই দলের উপজেলা কমিটির গর্বিত সদস্য। আপনাদের সকলেরই দায়িত্ব আছে, জননেত্রী শেখ হাসিনা যেমন দায়িত্ব নিয়ে কাজ করেন, দায়িত্ব নিয়ে কথা বলেন তারই এই দায়িত্ব বোধের কারনে আজকে তিনি বিশ্ব নন্দিত। জাতি সংঘের তিনটি কমিটিতে তিনি আছেন। বিশ্বের বড় বড় নেতারা তাকে সম্মেলনে ডাকেন, তার থেকে পরামর্শ নেয়ার জন্য। সুতরাং এই ধরনের নেতৃত্বের দলের সদস্য আপনারা, সেই ধরনের দায়িত্ববোধ নিয়ে আপনাদের কাজ করে যেতে হবে।
শনিবার ( ৮ জুলাই ) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ফারুখ খান মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আজকে আমাদের সকলের জন্য খুবই আনন্দের দিন। শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, পৃথিবীর মানুষের জন্য আনন্দের দিন। পৃথিবীতে কয়েকটা দল আছে যে দলগুলো ৭৪ বছর ধরে টিকে আছে। ৭৪ বছর ধরে জনগণের সেবা করে, জনগণের ভালোবাসা অর্জন করে, জনগণের জনপ্রিয়তা অর্জন করে কাজ করে যাওয়ার মতো দল আছে আমেরিকাতে দুটি দল, ভারতে দুটি দল, ইংল্যান্ডের দুিট দল আর বাংলাদেশে একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আপনারা সকলে জানেন, এখানে যারা উপস্থিত আছেন যখনি বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে শুধু মাত্র বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য। এছাড়া যারা যখনই রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এসব ছাড়া আর কিছুই হয়নি। আজকে সেই দল বাংলাদেশ আওয়ামী লীগ ৭৪ বছর ধরে এদেশের মানুষের পাশে আছে, দেশের উন্নয়ন করে যাচ্ছে। এখানে যারা আছেন তারা সকলেই দলকে ভালোবাসেন। দলকে ভালোবেসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে দলকে জয়যুক্ত করবেন।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির ঐচ্ছিক তহবিলের চেক দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply