কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারাল আসাদ শরীফ (৭০) নামে এক বৃদ্ধ।
শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টায় ঘোনাপাড়া পাটগাতী সড়কের উপজেলার নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আসাদ শরীফ উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে গিমাডাঙ্গা নতুন বাজার এসে নামেন নিহত আসাদ শরীফ। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, বৃদ্ধ ব্যাক্তিকে ধাক্কা দেয়া গোল্ডেন লাইন পরিবহন নামের বাসটি উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে কাউন্টারের পাশে বাস রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। আইনী প্রকৃয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তারর করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply