কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
শনিবার (৮ জুলাই) দুপুর ১ টার দিকে মৎস্য ও প্রাণি সম্পাদ মন্ত্রী শ ম রেজাউল করিম-এমপি, পানি সম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক-এমপি ও শেখ হেলালউদ্দিন-এমপিকে সাথে নিয়ে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে মেয়র খোকন সেরনিয়াবাত নির্বাচিত নারী ও পুরুষ কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে মেয়র অতিথিবৃন্দ এবং কাউন্সিলরদের সাথে নিয়ে ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।এ সময় মেয়র খোকন সেরনিয়াবাতের বিপুল সংখ্যক কর্মি, সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply