কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালেগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলের বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস।
শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টায় গোপালগঞ্জের শেখ ফজুললু হক মনি ষ্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। খেলার প্রথমার্ধের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বসুন্ধরাকে। খেলার ৪ মিনিটের মধ্য মাঠের ব্রাজিলিয়ান খেলোয়াড় মিগুয়েল ফিগুইরা গোল করে বসুন্ধরাকে ১ গোলে এগিয়ে দেন। এরপর বসুন্ধরা ও শেখ জামাল কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও ৪২ মিনিটে অরেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরি গোল করে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে রেখে বিরতিতে যায়।
খেলার দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে আরেক ফরওয়ার্ড ব্রাজিলিয়ান খেলোয়াড় রবিনহো গোল করে বসুন্ধরাকে ৩-০ গোলে এগিয়ে দেন। তবে গোল শোধের জন্য শেখ জামাল আক্রমণের ধার বাড়ালে ৯০ মিনিটে মোহাম্মদ আবু সাঈদ গোল করলেও পরাজয়ের ব্যবধান কমিয়েছেন মাত্র। ফলে বসুন্ধরার সাথে ৩-১ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
১৯ ম্যাচে ১৭ জয়ের পাশাপাশি ১ ড্র ও ১ পরাজয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নাম্বরে বসুন্ধরা কিংস। আর ১৮ ম্যাচে ৪ জয়, ৯ ড্র ও ৫ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নাম্বারে অবস্থান করছে শেখ জামাল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply