কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেনের বাড়ীতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ আবু জোহানুর ওরফে লিপুকে (৫৫) গ্রেফতার করেছে সিআইডি। এসময় ডাকাতির নগদ ৪৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। গোপালগঞ্জ জেলা শহরের পাবলিক হল মোড় থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন সিআইড পুলিশ।
সিআইডির উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সবুজুল ইসলাম জানান, গত বছরের ২৯ অক্টোবর গভীর রাতে টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামলীগ নেতা মোঃ ইলিয়াস হোসেনের বাড়ির ২য় তলার বারান্দার কংক্রিটের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ২৭ লাখ টাকা ও সাড়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাবার সময় চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোঃ আবু জোহানুর ওরফে লিপু বলে স্বীকার করে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিআইডি গোপালগঞ্জ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে অবস্থান নেবে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোঃ আবু জোহানুর ওরফে লিপু। পরে ওই স্থানে অবস্থান নিয়ে ডাকাত দলের সদস্য আবু জোহানুর ওরফে লিপুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ডাকাতির ৪৫ হাজার টাকা উদ্ধার করে সিআইডি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply