কালের খবরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে হাজারো নেতাকর্মীদের সাথে বসে দুপুরের খাবার খেলেন। শনিবার (১ জুলাই)দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এই খাবারের আয়োজন করা হয়। দুপুর দেড়টার দিকে খাবার টেবিলে আসেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। এসময় তার পাশে ছিলেন,কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাপদক শেখ আয়নাল হোসেন,পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণ।
কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি কালের কন্ঠকে জানান, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের কাতারে বসে দুপুরের খাবার খেয়েছেন। তিনি এসময় পোলাও, সবজি, ডাল, খাসীর মাংস ও সেমাই খেয়েছেন।
দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন কোটালীপাড়ার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার খান। এরপর দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply