কালের খবরঃ
গোপালগঞ্জের মৎস্য চাষীদের মাছ পরিবহন ও বিক্রির জন্য দীর্ঘক্ষন মাছ সতেজ রাখতে ইনস্যুলেটেড ভ্যান প্রদান করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় গোপালগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর এইসব ইনস্যুলেটেড ভ্যান প্রদান করেন। সোমবার (২৬ জুন) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী আনুষ্ঠানিকভাবে মৎস্য চাষীদের হাতে এসব ভ্যানগাড়ী তুলে দেন।
এসময় সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জিল্লুর রহমান রিগান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাঈফুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার মৎস্যচাষীগন উপস্থিত ছিলেন।
এদিন জেলার ১২ জন মৎস্যচাষীকে ইনস্যুলেটেড ভ্যান প্রদান করা হয়। জেলা মৎস্য কর্তকর্তা মৎস্যচাষীদেরকে এই ইনস্যুলেটেড ভ্যান যথাযথ সংরক্ষন করে মাছ পরিবহন করে মাছ ব্যবসায় আগের তুলনায় বে শী লাভবান হওয়ার আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply