কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালঞ্জের কোটালীপাড়ায় কোরবানির পশুর হাটের ডেকোরেশনের কাজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদেও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ছত্তার দাড়িয়ার ছেলে লিটু দাড়িয়া ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের দক্ষিণ পাশের মাঠে কোরবানির জন্য গরু ছাগলের হাটের ডেকোরেশনের কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়ার লোকজন বাঁধা দেয়। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে লিটু দাড়িয়া (৪৫), মোতালেব শেখ (৪০), শাহিন দাড়িয়া (২৪), সাগর দাড়িয়া (২২), আকবর দাড়িয়া (৪৫) গুরুতর আহত হয়।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় লিটু দাড়িয়া ও মোতালেব শেখকে গোপালঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপালে পাঠিয়ে চিৎসকরা।
মাঝবাড়ি গ্রামের ব্যবসায়ী বাচ্চু দাড়িয়া বলেন, আমরা গ্রামবাসী মিলে লিটু দাড়িয়াকে মাঠের ডেকোরেশনের কাজ করতে বলেছিলাম। লিটু দাড়িয়া কাজ করা শুরু করলে ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া লোকজন নিয়ে এসে তাকে কাজ করতে বাঁধা দিয়ে মারধর করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাঝবাড়ি গ্রামের আকবর আলী দাড়িয়ার ছেলে শামিম দাড়িয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় লিটু দাড়িয়ার পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply