কালের খবরঃ
নিম্ম জলাভূমি বেষ্ঠিত জেলা গোপালগঞ্জ। এ জেলার সদর উপজেলার নিজড়া ইউনিয়নের ৭টি খাল কচুরীপানায় ভরে গেছে। সেই সাথে তলদেশ ভরাট হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। জমির ফসল আনানেয়া করতে পারছেন না কৃষক।, জমাটবাঁধা কচুরিপানার কারনে পানি পঁচে মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত কচুরীপানা অপসারনসহ খাল খনন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী ।
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নে রয়েছে ৭টি খাল। এসব খালের পানি নিজড়া, বটবাড়ী, বিদ্যাধর,নারকেলবাড়ীসহ ৭টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ রান্না-বান্নাসহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন এই খালের পানি। বিশেষ করে এসব খালের পানি ব্যবহার করে প্রায় ৫০ হাজার কৃষক ১০ হাজার একর জমিতে ফসল ফলিয়ে থাকেন। কিন্তু, কচুরীপানায় ও খালের তলদেশ ভরাট হয়ে যাওয়া এসব খাল দিয়ে নৌকা না চলায় বিলের জমি থেকে ধান কেটে ঘরে তুলতে বিপাকে পরেছেন তারা। সেই সাথে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ায় খালের পানি পচে নষ্ঠ হয়েছে। কচুরিপানা বাসা বাধায় ও পনি পচার কারনে বেড়েছে মশা মাছির উপদ্রবও।
নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মিনা ধলু জানিয়েছেন, নিজড়া ইউনিয়নের খাল গুলো দিয়ে চলাচল করা ও খালের পানি ব্যবহারের যোগ্য করে তুলতে কচুরীপানা অপসারনসহ তলদেশ খনন করা প্রয়োজন।কচুরিপানা অপসারন ও খাল কাটা হলে এই সমস্যা দুর গবে। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন তিনি।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মমকর্তা মোঃ মহসিন উদ্দিন বলেন, দ্রুত খাল থকে কুচুরীপনা অপসারনসহ খননের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তাব পাঠঅনো হবে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply