কালের খবরঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও সঠিক সময়ে লবন ব্যবহার সম্পর্কে গোপালগঞ্জে সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিক শিল্পনগরীর সহযোগীতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৫জুন)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) আজাহারুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক গৌরব দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, গোপালগঞ্জ বাজার কমিটির সভাপতি দাউদ আলী শেখ প্রমূখ বক্তব্য রাখেন। এ সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, চামড়া ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply