কালের খবরঃ
নৃত্য ও সংগীতের মাধ্যমে বর্ষাকে বরণ করা হয়েছে। বর্ষা ঋতুকে বরণ করতে গোপালগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপিঠ সোনালিস্বপ্ন একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১৫জুন) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ করা হয়। প্রথমে বর্ষার গানের তালে তালে ছোট ছোট শিশুদের নৃত্য পরিবেশনের মধ্যমে বর্ষাকে আবাহন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ দিপঙ্কর রায়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একাডেমির সভাপতি মাহফুজা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ৩শ” শিক্ষার্থীদের হাতে আম, জাম, পেয়ারা, লেবু, কাঁঠাল গাছের চারা বিতরন করেন।
Design & Developed By: JM IT SOLUTION