কালের খবরঃ
বেশ কয়েকদিনের তাপদাহ ও ভ্যাপসা গরমের কারণে গোপালগঞ্জের প্রাণীকুলের অস্বাভাবিক জীবনযাত্রা দেখা দেয়। অতিমাত্রায় তাপদাহ ও ঘন ঘন লোডসেডিং এর কারনে অতিষ্ঠিত ছিল মানুষ। অবশেষে বৃহস্পতিবার (৮জুন) সকাল ১০টার দিকে জেলা জুড়ে নামে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে তাপমাত্রা কিছুটা কমে অস্বত্তিকর গরমের অবসান ঘটতে শুরু করেছে।
বৃহস্পতিবার (৮জুন) সকাল ১০টা থেকে গোপালগঞ্জের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অনেকদিন পর বৃষ্টির দেখে পেয়ে স্বস্তি ফিরেছে মানুষের নমে। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় গরমের প্রভাব এখনও কাটেনি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার গোপালগঞ্জে ২দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিরেকর্ড করা হয়েছে। আর তাপমাত্রা নেমেছে ৩১ দশমিত শূন্যতে। তবে আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থা আগামী ১৩/১৪ জুন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply