
কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে দুইদিন ব্যাপী জেলা পর্যায়ের ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব মর্কসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।রবিবার (৪জুন) সকাল সকাল ১১ টায় স্থানীয় সুমিং পুল এন্ড জিমনেশিয়ামে ফিতা কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখানে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক সেমিনারে মূল প্রতিপাদ্য ছিল “ ইন্টারনেটে আসক্তির ক্ষতি“।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবীর। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান,সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অহিদ আলম লস্কার। এর পরে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড এবং প্রকল্প উপস্থাপনা করা হয়। সোমবার (৫ জুন) বিকেল ৫টায় প্রকল্প উপস্থাপনা ও সমাপনি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION