টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১জুন) রাতে ভুক্তভোগী আব্দুল হান্নান গাজীসহ পাঁচ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গাজী বাড়ি এলাকায় এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আলেফ গাজীর ৩ ছেলে মন্টু গাজী (৭৫), ভাসান গাজী (৩২), মোশারফ গাজী (৬০)। এবংমোশারফ গাজীর দুই ছেলে হাফিজুর গাজী (৩০) ও রাসেল গাজী (২৫)।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গিমাডাঙ্গা মৌজার ১৮৬১ খতিয়ানের ৮৯১১ দাগের ৩২ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমির মালিক আব্দুল হান্নান গাজী। ওই ৮ শতাংশ জমির মধ্যে আলেফ গাজীর ছেলেদের অংশ আছে দাবি করে তারা বিভিন্ন সময় জমি দখলের পায়তারা করে আসছে। কিন্তু হান্নান গাজীর বাধার মুখে জমি দখল করতে পারেনি। পরে গত বৃহস্পতিবার দুপুরে আলেফ গাজীর ৩ ছেলে ও ২ নাতি হান্নান গাজীর সীমানার দেয়ালভেঙ্গে গ্রড়িয়ে দেয় এবং ফলন্ত আম গাছ কেটে ফেলে।
ভূক্তভোগী আব্দুল হান্নান গাজী বলেন, আমার জমির মধ্যে তারা তাদের জমি দাবি করে শুধুমাত্র গায়ের জোরে। মূলত তাদের কোন কাগজপত্র নেই। বিভিন্ন সময় জমি দখল করতে চাইলেও পারেনি। পরে আমি অন্য একটা বিষয়ে থানায় অবস্থান করার সুযোগে তারা আমার সীমানার দেয়াল ও ফলন্ত অনেক গাছ কেটে ফেলে। তাই প্রশাসনের কাছে আমি এঘটনার সুষ্ঠু বিচার দাবী করি।
এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এঘটনায় আব্দুল হান্নান গাজী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply