কালের খবরঃ
গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ক্রিকেট খেলোয়ারের দাফন কাফন সম্পন্ন করার জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (1জুন) দুপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে বসে নিহত খেলোয়ার তামজিদ আহমেদের ছোট চাচা নুরুজ্জামানের হাতে আর্থিক অনুদানের পাঁচিশ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় জেলা ত্রাণ ও পুনরবাসন কর্মকর্তা আশ্রাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) গোলাম কবীর,জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ বৈরাগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে খেলোয়ার তামজিদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে ময়না তদন্ত করা হয়। পরে নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুরে নিয়ে যান পরিবারের স্বজনরা।
উল্লেখ্য বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির প্রীতি ম্যাচ চলছিল।
খেলা চলাকালীন হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়ে মাঠে লুটে পড়েন। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তামজিদকে মৃত ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply