কালের খবরঃ
ঢাকা আন্তঃ বোর্ড ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে ফরিদপুর জোন চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজ। এরমধ্য দিয়ে কলেজটি ঢাকা বিভাগীয় পর্যায়ে খোলার যোগ্যতা অর্জণ করেছে।
মঙ্গলবার (৩০মে)গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হাজী লাল মিয়া সিটি কলেজ ৬ উইকেটে রাজবাড়ী সরকারি কলেজকে হারায়।
প্রথম ব্যাট করতে নেমে রাজবাড়ী সরকারি কলেজ রির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে। জাবাবে হাজী লাল মিয়া সিটি কলেজ ৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।এরআগে হাজী লাল মিয়া সিটি কলেজ এই প্রতিযোগিতার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।ঢাকা আন্তঃ বোর্ড ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে ফরিদপুর জোনের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলার চ্যাম্পিয়ন কলেজগুলো অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply