টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.জেড এম পারভেজ সাজ্জাদের নেতৃত্বে কিশোরগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। সোমবার (২৯ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রামাগারে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ নূরুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মেহেদী হাসান,ট্রেজারার অধ্যাপক মোঃ ইমান আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন রুমি আলম, অর্থ মন্ত্রনালয়ের যুগ্মসচিব হোমায়রা বেগম, ঢাকা ডেন্টাল কলেজের পরিচালক ও কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, বিসিএম প্রিমেক্স সফটওয়ার বাংলাদেশে লিমিটেডে এর এমডি-আই শেখ কবির আহাম্মদসহ অর্ধশতাধিক শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply