পংকজ মন্ডলঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “অগ্নিবীণার শতবর্ষ:বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা, নাচ-গান, আবৃত্তি ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল। দ্রোহ, প্রেম ও চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
কুসংস্কার, ধর্মান্ধতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এ কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুবু আলী খান ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত চর্চায় অসাম্প্রদায়িকতা, দ্রোহ, নারী-পুরুষের সমতা, বহুমুখী প্রতিভা ও মুক্তি সংগ্রামে লেখনীর মাধ্যমে তিনি উৎসাহ দিতেন। তিনি (নজরুল) ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা, আদর্শ ও শক্তি। তারুণ্যে পথ চলার জন্য তার কবিতা ও গান সাহস যুগিয়ে আসছে। শিক্ষায়, ব্যক্তিজীবনে ও কর্মক্ষেত্রে তাকে ধারণ করতে পারলে, আমরা এগিয়ে যাবো বহুগুণ।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা)মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার( নেজারত শাখা) মোঃ আল ইয়াসা রহমান তাপাদার, সহকারী কমিশনার ( শিক্ষা শাখা) রন্টি পোদ্দার, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত,জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও ঢাকা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন।পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply