কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বুধবার (২৪মে) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে এডিপি প্রকল্পের আওতায় শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ, ইউপি সদস্য ভজন বসু, শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল শেখ, শিক্ষার্থী আরাফাত সানী বক্তব্য রাখেন।
শিক্ষার্থী আরাফাত সানী বলেন, আমাদের মাঝে অনেকেরই স্কুল ব্যাগ ছিল না। আজ আমরা স্কুল ব্যাগের সাথে নানা ধরণের শিক্ষা উপকরণ পেলাম। আমরা এই স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত। এ সকল শিক্ষা উপকরণ আমাদের শিক্ষা লাভে সহায়ক হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply