খুলনা প্রতিনিধিঃ
খুলনায় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ও বিএনপি নেতা কর্মী আহত হলেও তাদের পরিচয় ও সংখ্যা পাওয়া যায়নি। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (সাউথ) তাইজুল ইসলাম জানান, এই ঘটনায় বিএনপির ১০ নেতা কর্মীকে আটক করা হয়েছে।শুক্রবার (১৯ মে) বিকাল চারটায় নগরীর খুলনা প্রেস ক্লাবের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খুলনা প্রেস ক্লাবের শেখ আবু নাসের ব্যাঙ্কুয়েট হলে বিএনপির ১০ দফা দাবীতে সমাবেশ ছিল শুক্রবার। দুপুর তিনটায় প্রেস ক্লাবের সামনের রাস্তায় শুরু হওয়া এই সমাবেশে বিকাল চারটার দিকে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেওয়া শুরু করতেই পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বিএনপি নেতা কর্মীরা।
এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপির পক্ষ থেকে দাবী করা হচ্ছে তাদের শতাধিক নেতা কর্মী এই ঘটনায় আহত হয়েছে এবং পুলিশ অতর্কিত ভাবে বিএনপির উপর হামলা করেছে।অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মোঃ তাইজুল ইসলাম জানান, বিএনপি বিনা অনুমতিতে প্রেস ক্লাবের মিলনায়তনের প্রোগ্রাম রাস্তা অবরোধ করে শুরু করে। এ সময় তাদের নিবৃত্ত করতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়, পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রনে পাল্টা হামলা চালায়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply