খুলনা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক সহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।সমর্থনকারীদের স্বাক্ষর সঠিক না থাকা, আয়কর রিটার্না না দেওয়া সহ নানা কারনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন। এ সময় প্রার্থী ও তাদের সমর্থক ও প্রস্তাবকারীরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তা জানান মনোনয়ন বাতিলকৃতরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আর বৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।
মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও এস এম মুশফিকুর রহমান, আব্দুল্লাহ চৌধুরী, ও জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন এর। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন কারীদের স্বাক্ষর ও তথ্য সঠিক না থাকা, সম্পদের বিবরন ও আয়কর রিটার্ন না দেওয়া সহ নানা কারনে মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়ন প্রার্থীরা মহান আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনে ভোট প্রার্থনা করেন। আর বাতিল হওয়া প্রার্থীরা আপিল করে পুনরায় নির্বাচনে ফিরে আসার আশাবাদ ব্যাক্ত করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply