টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ এই কর্মসূচী পালন করে।
বুধবার (১৭মে)সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়েরসহ কমিটির নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাখফেরাত কামনায় দোয়া ও মোনাজান করেন। এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply