কালের খবরঃ
গোপালগঞ্জে ২০২২ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সফল কৃষকদের মাঝে পুস্কার বিতরণ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৭ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার।
অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. সাখাওয়াত হোসেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সারজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মহসীন হাওলাদার, ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ও প্রধান ডঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন খান, কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার সহ আরো অনেকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরিষা উৎপাদনে সফল জেলার ৫ জন চাষীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী তুলে দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply