কালের খবরঃ
গোপালগঞ্জে খাদ্য শস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ফিতা কেটে এই কর্মসূচীর উদ্বোধন করেন। সোমবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা এলএসডি এর উদ্যোগে পাচুরিয়া খাদ্য গুদামে আয়োজিত ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিকতা করা হয়। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং মিল মালিকরা উপস্থিত ছিলেন।
সংগ্রহের প্রথম দিনে জেলার পাঁচ উপজেলায় ১৮০ মেট্রিকটন চাউল সংগ্রহ করা হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, খাদ্য শস্যের মান যাচাই বাছাই করে নির্ধারিত সংগ্রহ মৌসুমে কেবলমাত্র স্থানীয় ভাবে উৎপাদিত ধান, চাল ও গম সংগ্রহ করতে হবে।পরে জেলা প্রশাসক গুদামের মজুদ শস্য ঘুরে দেখেন এবং বিভিন্ন খোঁজখবর নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply