কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে পয়েন্ট টেবিলের তলানীর দল আজমপুর এফসি উত্তরার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
শনিবার (১৩ মে) বিকাল ৪টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমপুর এফসি উত্তরার মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে ১৬ মিনিট বিদেশী খেলোয়াড় রিচার্ড মাতুরানা হুর্তাডো গোল করে আজমপুর এফসিকে ১ গোলে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হলে ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। ৫১ মিনিটে বিদেশী খেলোয়াড় ইমানুয়েল উজোচুকউ গোল করে সমতায় ফেরায় মুক্তিযোদ্ধাকে। এর পরের গল্পটা শুধু সহজ সুযোগ নস্টের। ফলে পয়েন্ট টেবিলের তলানীর দল আজমপুর এফসি উত্তরার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। তবে খেলা শেষে দুই দলের খোলোয়াড়দের সাথে বাগবিতন্ডার সৃস্টি হলে রেফারী দুই দলের খেলোড়াদের সরিয়ে দেন।
১৫ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৮ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে মুক্তিযোদ্ধা। আর ১৪ ম্যাচে ৪ ড্র ও ১০ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা (এএফসি উত্তরা)।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply