কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্বপ্নীল সরকার রিকি (১৫) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১২মে) রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।স্বপ্নীল সরকার রিকি বটবাড়ি গ্রামের মিল্টন সরকারে ছেলে ও ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্বপ্নীল সরকার রিকি মোবাইলে পাবজি গেমে আসক্ত ছিল বলে জানিয়েছেন তার পিতা মিল্টন সরকার। তিনি বলেন,আমার ছেলে স্বপ্নীল সরকার রিকি প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির পাশের ঘেরপাড় গিয়ে মোবাইলে পাবজি গেম খেলতো। ঘটনার দিন সে প্রতি রাতের মতো ঘেরপাড়ে চলে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় সকালে আমরা ঘেরপাড়ে গিয়ে কাঁঠাল গাছের সাথে নিজের গায়ের শার্ট খুলে গলায় ফাঁস অবস্থায় দেখতে পাই।
কোটালীপাড়া থানার এস আই সুশান্ত কুমার খান বলেন, স্বপ্নীল সরকার রিকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply