কালের খবরঃ
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার বিরুদ্ধে একই কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় তাকে রোভার স্কাউট, ভর্তি কমিটির সদস্য ও কলেজের ইংরেজি বিভাগীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.অহিদ আলম লস্কার জানিয়েছেন, মঙ্গলবার (৯ মে) উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় স্টাফ কাউন্সিলের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক গোলাম মোস্তফাকে রোভারের দায়িত্ব এবং ভর্তি কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া বিভাগীয় যে সব দায়িত্ব তিনি পালন করতেন সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, জাতির পিতার নামাংকিত বঙ্গবন্ধু কলেজে এমন একজন শিক্ষক কোনভাবেই আমাদের কাম্য নয়, আমরা তা আশাও করি না। তিনি বিগত দিন গুলোতেও যা করেছেন এবং তার এই ধারাবাহিক কার্যক্রম বঙ্গবন্ধু কলেজ আর সইতে পারছে না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি তাকে দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য।
এদিকে, ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ মে)সকালে তাকে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।সোমবার (৮ মে) রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার(৭মে) দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন সোমবার(৮ মে)ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)। একই দিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply