কালের খবরঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার(৮মে)সন্ধ্যায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে “সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” শির্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থান করেন গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান সাগর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল,আওয়ামীলীগ সভাপতি মাহাবুবু আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।
আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথের লেখা সংগীত, সংগীতের তালে একক ও দলীয় নৃত্য, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, গল্পবলা ও নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানে স্থানীয় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি,অনুনাদ কালচারাল একাডেমি, গোপালগঞ্জ থিয়েটারের শিল্পী ও বাংলাদেশ শিল্পকলা ঢাকার অতিথি শিল্পীবৃন্দ এসব পরিবেশন করেন। গোপালগঞ্জের শত শত শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply