কালের খবরঃ
গোপালগঞ্জে বৃক্ষ রোপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।রবিবার (৫জুন) সকালে শহরের উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিশুদের সাথে নিয়ে বৃক্ষ রোপন করেন।
পরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, সহকারী বণ সংরক্ষক বীবেকানন্দ মল্লিক, ব্র্যাকের জেলা সম্বয়কারী আব্দুল্লাহ আল ফারুক, বিডি ক্লিনের গোপালগঞ্জ জেলা সমন্বয়কারী সুজন দাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে পরিবেশ ও প্রকৃতি নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply