টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৮মে) দুপুর ১২ টায় উপজেলার পাটগাতী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির ও গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানী মন্ডল । এসময় টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, কসমেটিকস সামগ্রী, হাস মুরগির ওষুধ রাখার অপরাধে পাটগাতী বাজারের বিকে ফার্মেসিকে পাঁচ হাজারটাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রায় ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জরিমানা আদায় করার পর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি এধরনের কার্মকান্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply