টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেন, তারেক জিয়া লন্ডনে বসে যে ভিডিও বার্তা দিয়ে দেশের রাজনীতি করতে চান তা কোন ভাবেই দেশের কল্যান বয়ে আনে না।এটাকে বলে ষড়যন্ত্র। তিনি ষড়যন্ত্র বাদ দিয়ে মানুষের পাশে থেকে রাজনীতি করার জন্য তারেক জিয়ার প্রতি আহবান জানান।শুক্রবার (৫ মে) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে টেপা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পাগল, কানা আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেছেন। তা না হলে নির্বাচনে আসবে না। তাদেরকে তো আর পালকিতে করে কেউ নির্বাচনে আনবেন না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটা জাল-জালিয়াতির সরকার। আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসেই তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিলো। তিনি জেলখানায় বসে ৫টি আসনে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। তিনি বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।
প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। জাতির জনক আপামর জনগনের তথা সারা দেশের মানুষের সম্পত্তি। তাই এখানে যে কেউ শ্রদ্ধা জানাতে আসতে পারেন। জাতির পিতার সমাধি সবার জন্য উন্মুক্ত বলে আমরা বিশ্বাস করি।এরআগে, তিনি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টির খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply