কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীপুর উচ্চবিদ্যালয়ের জমি মাপতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের (৭০)।বুধবার (৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, বিদ্যালয়ের আধিপত্য নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বুধবার স্থানীয় কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ের জমি মেপে বুঝে নেয়ার চেষ্টা করছিলেন। এ সময়ে গোয়াল গ্রামের হাসেম মজিদের ছেলে নজরুল ইসলাম তার সঙ্গীদের নিয়ে সভাপতিকে মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়াা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কাশিয়ানী থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ হাতে পেলেই অপরাধীদের বিরুদ্ধে মামলা রজু করে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply