রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় মিজানুর রহমান (৪৫) নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের শ্রী বলাই বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে । সে একই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইব্রাহীম মন্ডলের ছেলে।এছাড়াও তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার ও কিটনাশকের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, মিজানুর রহমানের সার ও কিটনাশকের দোকান ছিলো। দোকানে এদিন ছিল হালখাতা। হালখাতা শেষ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। পথে হোসেনডাঙ্গা গ্রামের শ্রী বলাই বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাজবাড়ী পুলিশ সুপার এম,এম, শাকিলুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কেন এই হত্যাকান্ড সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply