রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ও সোমবার (১ মে) সকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত মাহেন্দ্র চালকের নাম মিলন মিয়া (২৩)। সে সদর উপজেলা শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামের কাদের মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত অপর ব্যাক্তির পরিচয় পাওয়া যায় নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন সকাল সাড়ে নয়টার দিকে মাহেন্দ্র চালিয়ে গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ীতে যাচ্ছিলো। পথে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইট ভাটার সামনে পৌঁছালে একটি মাহেন্দ্রের চাকার নিচে কুকুর পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালক মিলন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এর আগে একই এলাকায় রবিবার দিবাগত রাতের কোন একসময় গাড়ি চাপায় অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তি নিহত হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায় নি। পুলিশের ধারণা নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় এখনো পাওয়া যায় নি। তার পরিচয় শনাক্তে চেষ্টা ও ঘাতক গাড়ি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply