কালের খবরঃ
গোপালগঞ্জে সরকারি জমিতে পুকুর তৈরী ও মাটি বিক্রির অপরাধে ধ্রুব বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লক্ষটাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে এমবিআর চ্যানেলের সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের দায়ে তাকে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুন খান।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুন খান বলেন, সাতপাড় ইউনিয়নের টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মাদারীপুর বিলরুট চ্যানেলের পাশে অবৈধভাবে সরকারি জমির মাটি কেটে পুকুর তৈরির অপরাধে ধ্রুব বিশ্বাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার অপরাধে একই আইনের ১৫ (১) ধারায় এক লক্ষ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরীফ উদ্দিন, সড়ক বিভাগের কর্মকর্তাগন সাতপাড় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply