কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন কাঁচামাল ব্যবসায়ী সহ চার জনের। হাটে কাঁচা তরকারি বিক্রি করে নসিমনে করে বাড়ি ফেরার পথে ফাল্গুনী পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে প্রাণ হারান তিন ব্যবসায়ী, আর আহত হয় ১জন। অন্যদিকে শিশু পুত্রকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারান বাবা। পুত্র এখন ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর ও গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সাতপাড় ইউনিয়নের ভেন্নবাড়ি নামক স্থানে এইসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দেবু অধিকারীর ছেলে দিনেশ অধিকারী (৫৫), সন্তোষ বৈরাগীর ছেলে সঞ্চয় বৈরাগী ( ৩৪), নরেন্দ্রনাথ বৈরাগীর ছেলে মিহির বৈরাগী (৪২) ও ভেন্নাবাড়ি উত্তরপাড়া গ্রামের মোটরসাইকেল চালক শংকর বালা (৪০)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক (ওসি) খান মোঃ শরিফুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলার তালা বাজারের হাটে কাঁচামাল বিক্রি শেষ করে চার ব্যবসায়ী নসিমনে করে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের নিজেদের বাড়িতে ফিরছিলেন।
এসময় নসিমনটি ঢাকা খুলনা মহাসড়কের সোনাশুরে পৌঁছালে বিপরীতমুখী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থল ব্যবসায়ী ও নসিমন চালক দিনেশ অধিকারী (৫৫) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর দুই ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অপরদিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক শংকর বালা (৪৫) ও তার ছেলে রুদ্র বালা (৭) মারাত্মক আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়ার কিছু সময়পর শিশুটির পিতা শংকর বালা মারা যায় এবং শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতদের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ জানিয়েছেন,নিহতদের পক্ষে সমীর অধিকারী বাদী হয়ে অজ্ঞাতনামা একটি গাড়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply