কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শক্তিশালী ঢাকা আবাহনী লিমিটেডকে ১-০ গোলে রুখে দিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
শুক্রবার ( ২৮ এপ্রিল) বিকাল পৌনে চারটায় (৩টা ৪৫ মিনিট) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী ঢাকা আবাহনীর মুখোমুখি হয় স্বাগতিক মুক্তিযোদ্ধা। প্রথমার্ধের শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। কিন্তু সহজ সুযোগ নষ্ট করার প্রতিযোগীতায় নামে দু’দলের খেলোয়াড়রা। হাফ ডজনেরও বেশি সহজ সুযোগ নষ্ট করায় গোল শূণ্য থেকে বিরতিতে যায় দু’দল।
খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমলের মধ্যে দিয়ে খেলা শুরু করে। কিন্তু প্রথমার্ধের মত এ অর্ধেও হাফ ডজনেরও বেশি সহজ সুযোগ নষ্ট করে দু’দলের খেলোয়াড়রা। ফলে গোল বঞ্চিত থাকতে হয় দু’দলকে। তবে খেলার অতিরিক্ত সময়ে নাইজেরিয়ান স্ট্রাইকার এমানুয়েল উজোচুকউ গোল করে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।১৩ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ২ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী থাকলেও সমান সংখ্যক ম্যাচে ৪ জয়, ২ ড্র ও ৭ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply