কালের খবরঃ
‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ উপলক্ষে অলোচনা সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির।কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের উপ-মহা পরিদর্শক একেএম মানছুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক ও উন্নয়নকর্মী মনোজ কুমার সাহা, শরীফ ফার্নিচারের সত্ত্বাধিকারী মোঃ কবির হোসেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল,ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক ওনার্স এ্যাসেসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক মুনীর সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা কল,কারখানা ও প্রতিষ্ঠানে কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তারা ঝুকিপূর্ন শিশুশ্রম বন্ধের আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply