কালের খবরঃ
অগ্নিকান্ডের দুই দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে ক্ষতিগ্রস্থ ঘরমালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের সহায়তা করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ ২৫জন দোকানঘর মালিক ও ২০জন ভাড়াটিয়া দোকানীদের হাতে সাহায্যের ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক, ৭৫ বান্ডিল ঢেউটিন ও খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিকের হাতে তিন বান্ডিল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা, ১০কেজি চাল, ১লিটার তেল, ১কেজি লবন, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১০০গ্রাম শুকনা মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদ ও ১০০গ্রাম ধনিয়ার গুড়ার একটি খাদ্য সহায়তা প্যাকেট তুলে দেন। আর ভাড়াটিয়া দোকানীর প্রত্যেককে দেন নগদ সাড়ে ৭হাজার টাকা ও সমপরিমান একটি খাদ্য সহায়তা প্যাকেট।
ত্রাণ ও সহায়তা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি মোঃ আজাহারুল ইসলাম, ডিআরআরও আশরাফুল হকসহ স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, অগ্নিকান্ড বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হয়েছে নাকি নাশকতা সেটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি কঠন করা হয়েছে। আগামী ৪দিনে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে ঘুরে দাড়াতে পারেন সেজন্য ব্যাংক লোনের প্রয়োজন হলে আমারা তাদের সহায়তা করবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply