কালের খবরঃ
গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২জন নিহত ও ১জন আহত হয়েছে। শনিবার (৪জুন)রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মঞ্জু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা ও গুরুকর আহত হলেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও অপর একজন গুরতর আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply