কালের খবরঃ
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় আধুনিক কৃষিতে কৃষি আবহাওয়া তথ্যের গুরুত্ব বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই সেমিনারের আয়োজন করে।আজ শনিবার (৪জুন) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড.অরবিন্দ কুমার রায়।
এসময় মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোয়াজ্জেম হেসেন, বাংলাদেশ ধান গবেষনা ইনিষ্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুর ইসলাম,বিনা উপকেন্দ্রের ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আকন্দ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও কৃষাণি, জনপ্রতিনিধি ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply