কালের খবরঃ
গোপালগঞ্জ শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ীকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ শহরের ক্ষতিগ্রস্থ বস্ত্র ব্যবসায়ী তপু বিশ্বাস, মোঃ হামিম মজুমদার ও কার্ত্তিক হীরাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্য কাজী শাহাদৎ হোসেন, আকরাম সিকদার, গোপাল সাহা, লিটন সিকদার, শেখ ওয়াহিদুন্নবী, নিখিল সাহা, আলোক সাহা সহ বন্ত্র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ৭ এপ্রিল গভীর রাতে গোপালগঞ্জ শহরের কাপড়পর্টির ফেন্সি শাড়ি হাউসের ২য় তলায় আগুন লাগে। এতে ব্যবসায়ী তপু বিশ্বাস, লিটন মীরের কাপড়ের গোডাউন ও মোঃ হামিম মজুমদার এবং কার্ত্তিক হীরার টেইলারিং দোকান পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply