কালের খবরঃ
গোপালগঞ্জে হিরোইনসহ নুরুল হক রাহাত (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নুরুল হক রাহাত শহরের বেদগ্রাম এলাকার নুরুল আজমের ছেলে।
তিনি আরো বলেন,পুলিশের কাছে গোপন সংবাদছিল ঘটনাস্থলে মাদক বেচাকেনা হবে এমন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী নুরুল হক রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে ৪৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামীকে (১৫ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply