কালের খবরঃ
অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সব অশুভ শক্তিকে বিদায় জানাতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে।শুক্রবার(১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সুশাসন চত্ত্বরে তৈরী মঞ্চে জাতীয় সংগিত ও “এসো হে বৈশাখ, এসো এসো” গানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের সূচনা করা হয়।পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে ঢোল বাজিয়ে, গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহনকারীর বলেন, কোন মৌলবাদীর হুমকীতে বাঙ্গালী ঐতিহ্য বন্ধ হবে না। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বনের মধ্য দিয়ে সকল অসাম্প্রদায়িকতা বন্ধ হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply