বাশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব-১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply