কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে “নগদ” এর সেলসম্যান ইমদাদুল হককে (২২) ৪ লাখ টাকাসহ ছিনতাই করে পালানোর সময় একটি প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ছিনতাইকারীরা হলো, মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের দেলোয়ার শেখের ছেলে নিজাম শেখ (২৫), তার ভাই মেহেদী শেখ (২২), মাদারীপুর সদর উপজেলার ফেরদৌস (৩৫) এবং গাজীপুরের টঙ্গী এলাকার জাহাঙ্গীর আলম (৩২) ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, জেলার কাশিয়ানী উপেজলার রাহুথড় বাজার থেকে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হককে মোটরসাইকেল থেকে নামিয়ে ছিনতাইকারীরা ধরে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ ১২-০০৪৯) করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে।
পরে তাদের ধাওয়া করলে তারা দ্রুত প্রাইভেটকার নিয়ে স্থান ত্যাগ করার সময় মুকসুদপুর উপজেলার নয়াকান্দি এলাকা থেকে জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে। এ সময় ইমদাদুল হকের কাছে থাকা ৪ লাখ টাকা খোয়া যায়।মুকসুদপুর থানার এস,আই মোঃ মোসলেমউদ্দীন ও এস,আই শাহারিয়ার ফোর্স নিয়ে তাদের আটক করে।
মোবাইল ব্যাংকিং সেবা “নগদ” এর মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মারুফ শেখ জানান, কোম্পানীর সেলসম্যান ইমদাদুল হককে ৪ লাখ টাকাসহ ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে। কিন্তু তার কাছে থাকা টাকা পাওয়া যায়নি।
এ ব্যপারে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, “নগদ” এর সেলসম্যান কাশীয়ানী ও মুকসুদপুর এলাকার বিভিন্ন বাজারের এজেন্টদের নিকট টাকা বিতরণ করার সময় ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ৪ ছিনতাইকারীকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।বুধবার (১২ এপ্রিল) আদালতের মাধ্যমেজেল হাজতে পাঠানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply