কালের খবরঃ
গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে অধিনায়ক রাফায়েল অগাস্টো সান্তোস দ্যা সিলভার দেয়া একমাত্র গোলে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ঢাকা আবাহনী লিমিটেড।মঙ্গলবার(১১ এপ্রিল)বিকাল সোয়া তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী শেখ জামালের মুখোমুখি হয় ঢাকা আবাহনী।খেলা শুরুতেই আক্রমণাত্মক খেলা শুর করে দু’দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত হয় দু’দল। ফলে গোল শুন্য নিয়ে রিরতিতে যায় দু’দল।দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুর করে দু’দল।
কিন্তু একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় গোল যেন সোনার হরিণ হয়ে ওঠে।তবে ৮১ মিনিটে ব্রাজিলীয়ান অধিনায়ক রাফায়েল অগাস্টো সান্তোস দ্যা সিলভা কর্ণার কিক থেকে হেডে গোল করে আবাহনীকে ১-০ গোলে এগিয়ে নেয়।এরপর গোল শোধ করার চেষ্টা করলেও আবাহনী রক্ষনভাগ দূর্ভেদ্য হয়ে ওঠে শেখ জামালের কাছে। ফলে বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে শেখ জামালকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আনন্দে মেতে ওঠে আকাশী জার্সীধারীরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply