কালের খবরঃ
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জে পাটচাষী সমাবেশ অণুষ্ঠিত হয়েছেন।সোমবার(১০ এপ্রিল)দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত শিকদার ও প্রকল্প পরিচালক একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব দীপক কুমার সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পাট কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এ সমাবেশে গোপালগঞ্জ সদর উপজেলার ২শতাধিক পাটচাষী উপস্থিত ছিলেন।সমাবেশে অতিথিবৃন্দ পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply