কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু জাত ১০০ (ব্রি -১০০) ধানের কর্তন শুরু হয়েছে।সোমবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের সঞ্জয় বাইনের জমিতে বঙ্গবন্ধু জাতের ধান কাটা শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিজন বিহারী দত্ত, দীনেশ জয়ধর, স্প্রে মেকানিক বিভাষ বালা সহ এলাকার ৪০ জন কৃষক কৃষাণী।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন এ বছর চলতি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ১৯০ হেক্টর জমিতে বঙ্গবন্ধু ধান ১০০ (ব্রি ধান-১০০) এর চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি, বঙ্গবন্ধু ধান চাষ করার জন্য কৃষদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। আশা করি আগামী বছর এর থেকে আরো বেশি জমিতে এই ধান চাষ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply