কালের খবরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির দেয়া হত্যার হুমকীর প্রতিবাদে গোপালগঞ্জের সর্বত্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। গোপালগঞ্জ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।আজ শনিবার (০৪ মে) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলী, যুগ্ম সাধারন সম্পাদক এসএম আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদসহ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকীর তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল আবারো ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকী দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা। এদিকে, একই দাবীতে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা সদর ও ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply